প্লাবন শুভ, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা দীপচাঁদ গুপ্ত (৪৫) ইহোলোক ত্যাগ করে পরলোকগমন করেছেন। ঔঁ দিব্যান্ লোকান্ সগচ্ছতু। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পৌরবাজারের ননীগোপাল মোড়স্ব স্বর্গীয় দ্বীননাথ গুপ্তের চতুর্থ পুত্র ছিলেন। এছাড়াও তিনি ফুলবাড়ী শাখা জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য, জাতীয় গণফ্রন্টের অন্যতম নেতা ও হিন্দু মহাজোটের সহসভাপতিসহ নানান ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর নবাবগঞ্জ থেকে ফুলবাড়ী ব্যাটারিচালিত ভ্যাগ যোগে ফেরার পথে ভ্যান থেকে পড়ে যান দীপ চাঁদ গুপ্ত। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানের চিকিৎসক জানায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় মৃত্যুবরণ করেন।
এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া মেনে আসে।
শুক্রবার দুপুর তিনটায় তার নিজ বাড়িতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ফুলবাড়ী শাখা জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি, জাতীয় গণফ্রন্ট, হিন্দু মহাজোট ও ফুলবাড়ী সনাতনী কল্যাণ সংঘসহ নানান ধর্মীয় সংগঠন।
পরে বিকেল ৪টায় ফুলবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: