বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ থানা কাবাডি প্রতিযোগীতা ২০২২ এ অংশগ্রহণ করে টানা দ্বিতীয় বারের মত জেলা চ্যাম্পিয়ন হলো ফুলবাড়ী থানা কাবাডি দল।
গত রবিবার বিকেল ৪টায় দিনাজপুর গোর-ই শহীদ ঈদগাহ ময়দানের স্পোর্টস ভিলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে আয়োজিত 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্তঃ থানা কাবাডি প্রতিযোগীতা ২০২২' এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় বীরগঞ্জ থানাকে হারিয়ে দ্বিতীয় বারের মত জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়ী থানা।
দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার) এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুর মো. শাহজাহান আলী (পিপিএম-সেবা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, দিনাজপুর) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাওয়ানুল ইসলাম প্রমুখ। খেলা শেষে আমন্ত্রীত অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানের তত্ত্ববধানে ফুলবাড়ী থানা কাবাডি দল গত ৩মার্চ হতে শুরু হওয়া টুর্নামেন্টে পর্যায়ক্রমে বোচাগঞ্জ, পার্বতীপুর ও বিরল থানাকে হারিয়ে ফাইনালে ওঠে। গত রবিবার ৬মার্চ শক্তিশালি বীরগঞ্জ থানাকে হারিয়ে দ্বিতীয় বারের মত জেলা চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসায় ভাসছে ফুলবাড়ী থানা কাবাডি দল।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: