• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৩ এএম;
ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম
ফুলবাড়ীতে চলছে ভোট শুরুতে ভোটার উপস্থিতি কম

দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ৬৩টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু শুরুতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ফুলবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জন এবং ভাইস চেয়্যারম্যান (মহিলা) পদে জন প্রার্থী প্রতিদ্বদন্ধিতা করছেন।  .

 .

প্রতিদ্বন্ধিতায় থাকা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। তাঁর প্রতীক ঘোড়া। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। তাঁর প্রতীক মোটরসাইকেল। অপর আরেক প্রার্থী রফিকুল ইসলাম মন্টু। তাঁর প্রতীক আনারস। এছাড়াও ভাই চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী (চশমা), মকলেছার রহমান (উড়োজাহাজ), মামুনুর রশিদ (তালা) সোলায়মান Ð (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার (কলস), শিউলী রানী রায় (ফুটবল) হাঁজরা বিবি (হাঁস) প্রতিদ্বিদ্বতা করছেন।  উপজেলায় ভোটার রয়েছে লাখ ৫২ হাজার ৪৭৮ জন এরমধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন এবং ৭৬ হাজার ২০৪ জন নারী ভোটারসহ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন।.

 .

বুধবার সকাল ৮টায় পৌরএলাকার ফুলকুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটের প্রস্তুতি চলছে। বেলা আটটা ৮টা ৩৫ মিনিট পর্যন্ত অবস্থান করে দেখা গেছে ভোটারের কোনো লাইন নেই। কিন্তু সময় কিছুটা যাওয়ার পর এক-দুজন করে এসে সময়ের মধ্যে ভোট দেন। .

 .

 .

সকাল ৮টা ৪০ মিনিটে ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও একই চিত্র মেলে। ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সুমন বলেন, কেন্দ্রে হজার ৯৮৮ জন ভোটার আছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।.

 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ