• ঢাকা
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:২০ পিএম;
ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ফুলবাড়ীতে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়


দিনাজপুরের ফুলবাড়ীতে নবাগত ইউনএনও মো. ইসাহাক আলীর সাথে উপজেলায় কর্মকর্ত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত (২৪ মার্চ) সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে,উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলীল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিরি সভাপতি মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু শহীদ,ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওয়াহেদুল ইসলাম ডিফেন্স,সমকালে প্রতিনিধি প্রভাষক আজিজুল ইসলাম, যায়যায়দিনের প্রতিনিধি রজব আলী, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম,এশিয়ান টিভি প্রতিনিধি কবির সরকর,ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীল হোসেন, প্রচার সম্পাদক মেরাসালিন ইসলাম,সমাজকল্যান সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকারী সদস্য সৈয়দ সিরাজুল হক রিপন, কার্যকারী সদস্য মো. ফয়জার রহমানসহ ফুলবাড়ী উপজেলার সকল সংবাদিক উপস্থিত ছিলেন।.



মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী ধৈর্য্য সহকারে সাংবাদিকদের বিভিন্ন কথা শুনেন এবং ফুলবাড়ীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও নানা দিক তুলে ধরে তিনি বলেন ফুলবাড়ীর উন্নয়নকল্পে আপনারা সহযোগিতা করলে ফুলবাড়ী একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। ফুলবাড়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর রাখতে আপনারাই দিক নিদর্শন দিতে পারেন।আপনারা সমাজের দর্পন। বিশেষ করে ফুলবাড়ী উপজেলার কোথায় কি ঘটছে আমাদের চেয়ে আপনারাই সবচেয়ে বেশি খবর রাখেন। সেই জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 . .

ডে-নাইট-নিউজ / মো.হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ