‘এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।.
গতকাল সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্ণামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমুখ।.
টুর্ণামেন্টে ১ নং গ্রুপে কাজিহাল ইউনিয়ন বনাম বেতদিঘী ইউনিয়ন, ২ নং গ্রুপে পৌরসভা বনাম দৌলতপুর ইউনিয়ন, ৩ নং গ্রুপে শিবনগর ইউনিয়ন বনাম এলুয়াড়ী ইউনিয়ন, ৪ নং গ্রুপে খয়েরবাড়ী বনাম আলাদীপুর ইউনিয়নের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে।.
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া বলেন, গতকাল সোমবার যে বালক-বালিকা দলগুলো বিজয় লাভ করবে তাদের মধ্যে ১ নং গ্রুপ বনাম ২ নং গ্রুপ প্রথম সেমিফাইনাল ও ৩ নং গ্রুপ বনাম ৪ নং গ্রুপ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল খেলবে। আগামী বুধবার (২২জুন) চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: