• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সূর্য্য পূজা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:২৩ এএম;
ফুলবাড়ী, ব্যাপক, উৎসাহ, উদ্দীপনা, সূর্য্য, পূজা, অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সূর্য্য পূজা অনুষ্ঠিত

নদীর তীর মুখর হয় নারী ও পুরুষের মিলনমেলায়

 .

 .

 .

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার (৮ নভেম্বর) সূর্য্য উদয়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে দুইদিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সূর্য্য পূজা (ছট্ পূজা)। গত বৃহস্পতিবার (৭নভেম্বর) বিকেলে ফুলবাড়ীর ছোট যমুনা নদীর পূর্ব তীরে দুইদিন ব্যাপী সূর্য্য পূজা (ছট্ পূজা) শুরু হয়। যা শুক্রবার সকালে শেষ হয়েছে।.

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

স্বামী, সন্তান ও সংসাদের মঙ্গলের জন্য সূর্য্য দেবতার কৃপালাভের আশায় হিন্দু সম্প্রদায়ের নারীরা নিজ নিজ বাড়ী থেকে ডালায় কূলা ভর্তি বিভিন্ন ফলমূল, নিজের তৈরি বিভিন্ন মিষ্টি, মিষ্টান্ন, আটার তৈরি ঠেকুয়া ও খাজতাসহ বিভিন্ন প্রসাদ সাজিয়ে গত বৃহস্পতিবার বিকেলে নদীর তীরে সূর্য্য দেবতার কৃপা লাভের আশায় সূর্য্যরে দিকে তাকিয়ে প্রার্থনা করেন উপোস থাকা নারীরা। সূর্যাস্তের পর নারীরা কূলার প্রসাদ ডালায় উঠিয়ে নিয়ে ফিরে যান নিজ নিজ বাড়ীতে। পরদিন শুক্রবার রাত দুইটার পর থেকে আবারো ফিরে আসেন নদীর তীরে। কূলার প্রসাদ সাজিয়ে প্রতিক্ষায় থাকেন সূর্য্য ওঠার জন্য।.

এদিকে সূর্য্য পূজাকে (ছট্ পূজা) কেন্দ্র করে ছোট যমুনার তীরে দুইদিন ব্যাপী বসেছিল হিন্দু ধর্মাবলম্বী সব বয়সী নারী ও পুরুষের মিলনমেলা। ঢাক আর ঢোলের তালে মুখরিত ছিল নদীর তীরের পূজাস্থল। আলোক ঝলমল আলোকসজ্জাসহ কিশোর-কিশোরীদের নানা রকম আতশবাজী আর ছুড়ছুড়িতে আলোকিত ছিল পুরো পূজা এলাকা।.

অপরদিকে সূর্য্য ওঠার পর থেকেই নদীর তীরে অবস্থানরত নারীরা সূর্য্য দেবতার কৃপালাভের জন্য নদীতে স্নান শেষে কূলায় ভর্তি প্রসাদ নিয়ে অর্ঘ্য দেন সূর্য্য দেবতার উদ্দেশ্যে। প্রসাদ অর্ঘ্য শেষে বিবাহিতা নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। .

ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, সূর্য্যােপাসনার উৎসব ভারতে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশসহ নেপালের অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় যুগযুগ ধরে বাংলাদেশের সবস্থানেই স্থানীয়ভাবে এই সূর্য্যপূজা যাকে বলা হয় ছট্ পূজা এর আয়োজন করা হয়ে থাকে। এ পূজোতে সবাই একত্রিত হয়ে এক মিলনমেলায় পরিণত হয়। খুবই আনন্দের মধ্যে কাটে এই উৎসবটি।.

ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পূরহিত শ্রী সুদামা উপাধ্যয় বলেন, সূর্য্য পূজা (ছট্ পূজা) মূলত অবাঙালি হিন্দু ধর্মাবলম্বী নারীরা তাদের স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলার্থে সূর্য্য দেবের কৃপা লাভের আশায় নদীর তীরে সূর্য্য পূজা (ছট্ পূজা) করে থাকেন। এই সূর্য্য পূজা (ছট্ পূজা) ভগবান শ্রী রামের স্ত্রী সীতা মাইয়া এবং পার্বতী দেবীও পালন করেছিলেন।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ