দুই দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি মিটিং করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের চেয়ে কারও হাত লম্বা নয়। মিটিংয়ে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে বাজার নজরদারি বাড়ানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সরকারের এসব হুমকিতেও কাজ হচ্ছে না। .
রাজধানীর এক বাসিন্দা জানান, গতকাল সন্ধ্যায় হাঁটতে বেড়িয়ে প্রতি কেজি পিঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখেন। ভেবেছিলেন পরদিন সকালে পণ্যটি কিনবো। তবে সকালে বাজারে এসে দেখি পিঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।.
ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রতি কেজি পিঁয়াজের খুচরা মূল্য ছিল ৩০ থেকে ৩৫ টাকা। মাসের মাঝামাঝি তা বাড়তে শুরু করে। এক সপ্তাহে পণ্যটির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে ৫০ টাকায় ওঠে। গত কয়েকদিন ধরে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছিল এ পণ্যটি।.
নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়ছেন নগরবাসী। প্রতিদিন বাড়ছে সব ধরনের নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দর কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। একই সঙ্গে কাঁচা সবজি কিনতেও পকেট ফাঁকা হচ্ছে সবার। নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। ১০০ টাকা কেজি পর্যন্ত ছাড়িয়েছে কয়েকটি সবজির দাম। এমন অবস্থায় কেউ কেউ শুধু আলু খেয়েই সপ্তাহ পার করছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: