• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বান্দরবানে র‌্যাবের অভিযানে ‘কেএনএফ’র ৩ সদস্য ও ১৭ জঙ্গি আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম;
বান্দরবানে র‌্যাবের অভিযানে ‘কেএনএফ’র ৩ সদস্য ও ১৭ জঙ্গি আটক
বান্দরবানে র‌্যাবের অভিযানে ‘কেএনএফ’র ৩ সদস্য ও ১৭ জঙ্গি আটক

বান্দরবানে র‌্যাবের জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে ১৭ জঙ্গি এবং তাদের অস্ত্র প্রশিক্ষণদানকারী স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্যকে আটক করা হয়েছে। .

তবে জঙ্গি সংগঠনে যোগ দেয়ার জন্য কুমিল্লা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ৫৫ জন তরুণ স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছিল তাদের মধ্যে ২৭ জনকে আটক করা গেলেও বাকি ২৮ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। .

গতকাল (৭ ফেব্রুয়ারি) জঙ্গিবিরোধী অভিযান চলাকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।.

গতকাল মঙ্গলবার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশার দুর্গম এলাকায় র‌্যাবের অভিযান চলাকালে দুপুরে ৫ জঙ্গিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী থানচি উপজেলার রেমাক্রি ব্রীজ সংলগ্ন রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের দুর্গম পাহাড় থেকে মঙ্গলবার সন্ধ্যায় আরও ১২ জন জঙ্গি এবং ‘কেএনএফ’র ৩ সদস্যকে আটক করা হয়।.

আজ বুধবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আটককৃতদের বিস্তারিত পরিচয় তুলে ধরেন। .

তিনি জানান, অভিযান চলাকালে জঙ্গি ও ‘কেএনএফ’ সদস্যদের আটকের পাশাপাশি বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জামাদি, উগ্রবাদী বই, কনটেন্ট, লিফলেট, অস্ত্র ক্রয়ের জন্য রক্ষিত নগদ ৭ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত আসামিদের বান্দরবান আদালতে সোপর্দ করা হবে।.

দু’দফায় আটককৃতরা হলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১. আস সামী রহমান (১৯), ২. সোহেল মোল্লা (২২), ৩. আল আমিন ফকির (১৯), ৪. জহিরুল ইসলাম (২৭), ৫. মিরাজ শিকদার (২৬), ৬. রিয়াজ শেখ (২৪), ৭. ওবায়দুল্লাহ (২০), ৮. জুয়েল মাহমুদ (২৭), ৯. ইলিয়াস রহমান (৩২), ১০. হাবিবুর রহমান (২৩), ১১. সাখাওয়াত হোসেইন (২১), ১২. আব্দুস সালাম রাকি (২৮), ১৩. যোবায়ের আহম্মেদ (২৯), ১৪. শামীম হোসেন (২৬), ১৫. তাওয়াবুর রহমান সোহান (২০), ১৬. মোহাম্মদ মাহমুদ ডাকুয়া (২০), ১৭. মোহাম্মদ আবু হুরাইয়া (২২) এবং ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’ বা ‘কেএনএফ’ শীর্ষ পর্যায়ের ১৮. লাল মোল সিয়াম বম, ১৯. ফ্লাগ ক্রস এবং ২০. মালসম পাংকুয়া (৫২)।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ