• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাস কাউন্টার দখলে দ্বন্ধ, লক্ষ্মীপুরে মুখোমুখি বিএনপি-যুবদল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ এএম;
বাস, কাউন্টার, দখল, দ্বন্ধ, লক্ষ্মীপুর, মুখোমুখি, বিএনপি, যুবদল,
বাস কাউন্টার দখলে দ্বন্ধ, লক্ষ্মীপুরে মুখোমুখি বিএনপি-যুবদল

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দ্বন্ধ দেখা দিয়েছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে। চাঁদাবাজী, দখলবাজ ও স্থানীয়দের নির্যাতনসহ নানা অভিযোগ তুলছেন দুই পক্ষ। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেও জানিয়েছেন প্রতিবাদ। থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়। বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা। .

 .

 .

 .

 .

 .

 .

জানা গেছে, সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় সোহাগ পরিবহণ নামীয় একটি বাস কাউন্টার পরিচালনা করতেন স্থানীয় যুবদলের দুই কর্মী। যারা চর রমনি মোহন ইউনিয়ন যুবদল সভাপতি মুহাম্মদ ইউনুসের অনুসারি। পরবর্তীতে কৌশলে ওই কাউন্টারটি বাসের মালিক থেকে পরিচালনার দায়িত্ব নেয় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম। যদিও কৌশলগত কারণে কাউন্টারটি তাঁর এক আত্মীয়ের নামে বাস মালিকের সঙ্গে চুক্তিপত্র করেন। এনিয়ে ইউনুস ও নয়নের অনুসারিদের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। যার জেরে বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) ইউনুসের অনুসারিরা কাউন্টারটিতে হামলা করে ভাঙচুর করে। মারধর করা হয়েছে কাউন্টারে থাকা লোকদের। ঘটনার পরপরই নয়নের শতাধিক অনুসারি সেখানে উপস্থিত হন। তবে পুলিশ চলে আসায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসময় পুলিশ অভিযুক্ত দুই যুবদল কর্মীকে আটক নিয়ে আসে। .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

কাউন্টার দখল কেন্দ্র করে দলীয় কর্মীদের দ্বন্ধ নিরসনে একটি সমঝোতা বৈঠক করে সিনিয়র নেতৃবৃন্দ। কিন্তু ওই বৈঠকে সুষ্ঠু কোন সমাধান হয়নি। ওল্টো দ্বন্ধ আরও বৃদ্ধি পেয়েছে। পরদিন শুক্রবার যুবদল নেতা ইউনুসের বিরুদ্ধে চাঁদাবাজি, নৌ-ঘাট ও বাজার দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে লক্ষ্মীপুরে একটি বিক্ষোভ মিছিল করে নয়নের অনুসারিরা। এতে কয়েক শতাধিক বিএনপি কর্মী উপস্থিত ছিলেন। মিছিলে ইউনুসের বহিস্কার ও শাস্তির দাবি জানান নয়ন বেগমসহ অন্যান্যরা। ওই মিছিলের সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।  .

 .

 .

 .

 .

 .

 .

 .

আরও জানা গেছে, সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সম্মান ক্ষুন্ন করার অভিযোগ তুলে মজুচৌধুরীরহাট এলাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা ইউনুস। শনিবার (৭ সেপ্টম্বর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ (অনুসারি) ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। .

এদিকে বিএনপি ও যুবদলের প্রভাবশালী দুই নেতার দ্বন্ধকে কেন্দ্র করে চরম আতঙ্কে রয়েছেন বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা। তারা বলছেন, বাস কাউন্টারটি একসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে ছিল। তখন কোন সমস্যা ছিল না। কিন্তু শেখ হাসিনার পতনের পর কাউন্টারের দখল নিয়ে বিএনপির এই নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে বাজারে তারা পৃথক পৃথক মহড়া দিচ্ছে। কর্মসূচি পালন করছে। যা নিয়ে আমরা আতঙ্কিত। দ্রুত বিরোধ নিস্পত্তি না হলে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। .

 .

 .

 .

 .

 .

 .

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগম বলেন, মুহাম্মদ ইউনুস বাস কাউন্টার দখলে ব্যর্থ হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ তুলছেন। সে একটা চাঁদাবাজ, দখলবাজ ও অত্যাচারি। তাঁর কারনে দলের সুনাম নষ্ট হচ্ছে। ইউনুস শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে মজুচৌধুরীর হাট বাজার, নৌ-ঘাট দখলসহ বিভিন্ন অপকর্ম করেছেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা নেতাদের অনুরোধ করেছি।  .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

 .

আরও বলেন, আমি চাঁদাবাজ নয়, দুশ্চরিত্তের মহিলাও নয়। বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেনি। এজন্য মামলার আসামী হয়ে ফেরারী জীবন-যাপন করতে হয়েছে। আর দলীয় নেতাকর্মীদের নির্যাতন নয়, সবসময় সাধ্য অনুযায়ী তাদের বিপদে পাশে থেকেছি। তাই দলীয় কর্মী ও সাধারণ ভোটাররা বারবার আমাকে ইউপি মেম্বার হিসাবে নির্বাচিত করেছেন। .

 .

 .

 .

 .

 .

 .

 .

চর রমনি মোহন ইউনিয়ন যুবদল সভাপতি মুহাম্মদ ইউনুস বলেন, বাস কাউন্টার পরিচালনার সঙ্গে আমার কোন সম্পৃক্তরা নেই। তবুও আমার নামে কাউন্টার দখলের অভিযোগ উঠেছে। অথচ নয়ন মেম্বার নিজে একটির জায়গায় দুইটি কাউন্টার দখলের চেষ্টা করে। যা নিয়ে কাউন্টার পরিচালনাকারীদের সঙ্গে নয়নের অনুসারিদের সংঘর্ষ হয়। পরে নয়ন দুইজনকে পুলিশে তুলে দেন। .

 .

 .

 .

 .

 .

 .

আরও বলেন, নয়ন মেম্বার থেকে দোকান মালিকের (সোহাগ বাস কাউন্টার) সিকিউরিটির টাকা এনেছি। সেটাকে গোপনে ভিডিও ধারণ করে চাঁদাবাজির টাকা বলে প্রচার করা হচ্ছে। আবার ভাড়া করা লোকজন দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করাচ্ছে বিএনপি নেত্রী নয়ন। তাছাড়া জেলা নেতৃবৃন্দের কাছে মজুচৌধুরীর হাট বাজার ও নৌ-ঘাট দখল, চাঁদাবাজি, স্থানীয় মানুষদের নির্যাতন ও হয়রানিসহ আমার নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়েছেন। যদিও এসবের সঙ্গে আমি জড়িত নয়। মিথ্যা অভিযোগ করে আমার সম্মান ক্ষুন্ন করায় আমিও বিষয়গুলো নেতাদের জানিয়েছি। দল থেকে তাঁর বহিস্কার দাবি করেছি। ওনারা যদি সুষ্ঠু বিচার না করে, তাহলে আমার সম্মান নষ্ট করার ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।.

 .

 .

 .

 .

..

মুহাম্মদ ইউনুস আরও বলেন, নয়ন দুশ্চরিত্তের একজন মহিলা। বিগত দিনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁর ইশারায় এখানকার বহু নিরীহ বিএনপি নেতাকর্মী নির্যাতিত ও লাঞ্চিত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করতে নানা ষড়যন্ত্র করছে সে। আমার নামে মিথ্যা কুৎসা রটিয়েছেন। ভবিষ্যতে দলীয় অন্যদের বিরুদ্ধে ঘৃণ্য এ কাজটি সে করবে। এতে বিরোধ সৃষ্টি হয়ে দলে ভাঙন’র দেখা হবে।.

 .

 .

 .

 .

 .

 .

 .

সোহাগ বাস কাউন্টারের দোকান মালিক মোশারফ হোসেন বলেন, নয়ন বেগমের থেকে সিকিউরিটির টাকা নেওয়ার জন্য যুবদল নেতা ইউনুসকে দায়িত্ব দিয়েছি। পরবর্তীতে তাঁর থেকে টাকাও বুঝে পেয়েছি। কিন্তু সে ঘটনাটি চাঁদাবাজি কি করে হয়, সেটি আমার জানা নেই।.

 .

 . .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ