বিভিন্ন দরিদ্র লোকজনকে টার্গেট করে মধ্যপ্রাচ্য ও দুবাই পাঠানোর কথা বলে হাতিয়ে নেয়া হয় লাখ লাখ টাকা। পরে ভুয়া মেডিকেল সার্টিফিকেটসহ নিজস্ব কম্পিউটারে তৈরি করা বিভিন্ন ভুয়া কাগজপত্র দেখিয়ে দেয়া হয় বিদেশ পাঠানোর নিশ্চয়তা। তবে টাকা দেয়া কেউই শেষ পর্যন্ত আর বিদেশে যেতে পারেননি, বা গেলেও তারা দুবাই থেকেই ফিরে আসেন। নিজের আত্নীসজনসহ বাদ পরেনি কেহ এই আব্দুর রহিম থেকে। .
.
.
.
.
এমন প্রতারক চক্রের মূল হোতা ও তার প্রধান সহযোগীকে কামাল খান, জেসমিন, ও আব্দুর রহিমের স্ত্রী নাগিস, হবিগঞ্জের উমেদনগর পূর্ব এলাকা থেকে এই প্রতারণ করে আসছে কয়েক বছর যাবত। বিদেশে পাঠানোর নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা হাতিয়ে নেন মানব পাচারকারী চক্রের এই সদস্যরা।.
.
.
.
অনেক স্বপ্ন আশা নিয়ে কারো দোকান কারো জমি, কারো ভিটা বাড়ি শেষ সম্ভল বন্ধক দিয়ে এই দালাল ও আব্দুর রহিমের ফাঁদে পরে নিঃস্ব কয়েকটি পরিবার। দালাল নার্গিস ও আব্দুর রহিমের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি চলছে। .
. .
ডে-নাইট-নিউজ / নিউজ ডেস্ক:
আপনার মতামত লিখুন: