• ঢাকা
  • রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ৫শত ৫০টি পরিবার পেল নগদ অর্থ সহায়তা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২২ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৪৭ পিএম;
বিশ্বনাথে, ৫শত ৫০টি পরিবার, পেল নগদ অর্থ সহায়তা
বিশ্বনাথে ৫শত ৫০টি পরিবার পেল নগদ অর্থ সহায়তা

বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নগদ অর্থ সহায়তা পেয়েছে ইউনিয়নের সাড়ে ৫শত দরিদ্র পরিবার।.

 .

 .

মানবতার সেবায় দীর্ঘ ১৩ বছর ধরে কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক ইউনিয়নের প্রবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। প্রতিবারের ন্যায় এবার ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে এক হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সংগঠনটি। .

তবে আনুষ্ঠানিকতার মধ্যে এবার তারা এনেছেন ভিন্নতা। ট্রাস্টের দেওয়া নগদ অর্থ তারা বাড়ি-বাড়ি পৌছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সহায়তা প্রাপ্ত দরিদ্রদের যাতায়াত খরছের কথা চিন্তা করে, অনুষ্ঠানে উপস্থিত থাকা কিংবা দীর্ঘ সময় ব্যায় করে সহায়তা গ্রহনের সমাপ্তি টেনেছেন দাতা সংগঠন। এবার তাদের মনোনিত প্রতিনিধির মাধ্যমে সহায়তা প্রাপ্তদের বাড়ি-বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদানের নিয়েছেন উদ্যোগ। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এসময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া তার বক্তব্যে বলেন, দীর্ঘ একযুগের উপরে অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে মানুষের কল্যাণে কাজ করছে। নানা প্রতিকূলতায় ট্রাস্টের সহায়তা দানের ভুমিকা প্রশংসনীয়। ইউনিয়নের প্রবাসীদের দ্বারা গঠিত এই সংগঠনে সম্পৃক্ত হয়ে যারা দেশের মানুষের মুখে হাসি ফুটান তাদের দানের যেন উত্তম প্রতিদান আল্লাহ দান করেন। হতদরিদ্রদের আরো বেশি করে দান ও সংগঠনের কাজের পরিধি আরো বেগবান করার লক্ষে অন্যান্য প্রবাসীরা যেন সংগঠনে সদস্যপদ গ্রহন করেন এমন আহবান জানান তিনি।.

 .

 .

শনিবার (২২ ফ্রেব্রুয়ারী) দুপুরে অলংকারী ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মো: শাহীন উদ্দিন এর সঞ্চালনায় অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সভাপতি, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক সমাজসেবক বাবরুল হোসেন বাবুল এর সভাপতিত্বে এলাকা ভিত্তিক প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্টানের সভাপতি ট্রাস্টের বিভিন্ন সেবামূলক কাজের বিবরণ উল্লেখ করে তার বক্তব্য রাখেন। .

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম  জাহাঙ্গীর, বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রাজুক মিয়া রাজ্জাক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন আহমেদ, অলংকারী ইউপি’র ৩ নং ওয়ার্ড সদস্য ছগির আলী।.

 .

 .

আরো উপস্থিত ছিলেন; সমাজসেবক জাকির হোসেন, শেখ আব্দুস সামাদ, রামপুর জামে মসজিদের মোতাওয়াল্লী বদরুল আলম, মুহিন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সালামপুর নিবাসী আব্দুল মুকিত। . .

ডে-নাইট-নিউজ / মো. সায়স্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ