• ঢাকা
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার পিস্তল উঁচিয়ে হুমকির ভিডিও ভাইরাল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম;
নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার পিস্তল উঁচিয়ে হুমকির ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার পিস্তল উঁচিয়ে হুমকির ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি জরিপ করতে গিয়ে বাধা দেওয়ায় সেনাবাহিনীর সাবেক এক কর্মকর্তা প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেছেন। এদিকে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালের ঘটনাটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে সমালোচনার ঝড় ওঠে। তবে পুলিশ বলছে পিস্তলটি বৈধ কি না সেটা যাচাই করা হবে। কেন পিস্তল প্রদর্শন করা হয়েছে সেটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
 
জানা গেছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হারুন অর রশিদ নামে এক ব্যক্তি রূপগঞ্জের টেকনোয়াদ্দা এলাকায় আট শতাংশ জমি কেনেন। একই দাগে ২২ শতাংশ জমি ক্রয় ও বায়না সূত্রে মালিকানা দাবি করেন স্থানীয় শামীম নামে আরেক ব্যক্তি। বুধবার বিকালে হারুন তার জমিটি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে যান। খবরটি জানতে পেরে শামীম ও তার লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে মেজর হারুন তার গাড়িতে থাকা পিস্তল নিয়ে তাদের তাক করে গুলি করবেন বলে ভয়ভীতি দেখান।
 
 
ঘটনার কিছুক্ষণ পর অস্ত্র প্রদর্শনের ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে সমালোচনার ঝড় ওঠে।
 
এদিকে এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শামীম নিজেও আহত হয়েছেন দাবি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
 
এ বিষয়ে মেজর (অব.) হারুন অর রশিদ বলেন, এলাকায় জমি সার্ভের কাজ চলছে। নিজের কেনা জমিটি সার্ভেয়ারকে দেখাতে নিয়ে গেলে শামীমসহ কয়েকজন বাধা দেয় ও মারধর করে। এমনকি শামীম ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা আমার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। নিজের আত্মরক্ষার জন্য নিজের নামে লাইসেন্স করা পিস্তলটি প্রদর্শন করে মোবাইলটি ফেরত দিতে বলি। তবে গুলি করিনি।
 
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পিস্তল প্রদর্শনের বিষয়টি শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পিস্তল বৈধ লাইসেন্স করা কি না সেটা যাচাইবাছাই করা হবে। তাছাড়া কী কারণে তিনি পিস্তল প্রদর্শন করেছেন সেটার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ