ভাষা শহীদদের বিশ্বনাথ স্কাউট এর শ্রদ্ধা নিবেদন
ডে-নাইট-নিউজ ;
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ পিএম;
ভাষা শহীদদের বিশ্বনাথ স্কাউট এর শ্রদ্ধা নিবেদন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ স্কাউট। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে স্কাউট সদস্য , প্রশাসনে কর্মরত কর্মকর্তা, সাংবাদিক, বিশ্বনাথ রামসুন্দর সরকারী অগ্রগামী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ কে নিয়ে বিশ্বনাথ উপজেলা প্রাঙ্গণে অবস্থিত শহীদস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় স্কাউট বিশ্বনাথের পক্ষ থেকে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট বিশ্বনাথ এর সভাপতি সুনন্দা রায়। স্কাউটরা মনুমোগদ্ধকর শারিরিক কসরত প্রদর্শন সহ শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী সকল শহীদদের প্রতি সম্মান জানায়।
এসময় উপস্থিত ছিলেন; বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আলা উদ্দিন কাদের,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন, বাংলাদেশ স্কাউট বিশ্বনাথ উপজেলার সহ-সভাপতি মোঃ শাহিন মাহবুব ,মোঃ আব্দুল আজিজ, স্কাউট কমিশনার মোঃ আব্দুল কাইয়ুম, সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ মাসুক আহমদ, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফ আহমেদ, গ্রুপ সভাপতি কণিকা রায়, কাব-লিডার মো: আব্দুল হক, স্কাউট সহযোগী সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান ও সাবেক সম্পাদক মো: নজমুল ইসলাম, ক্যাশিয়ার মোহাম্মদ আশরাফ আহমেদ সহ প্রমুখ।
.
ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ
সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ
আপনার মতামত লিখুন: