• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের ছেলে সুলতান মুনসুরের সাফল্য যুক্তরাজ্যে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৩ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৩৫ পিএম;
বিশ্বনাথের ছেলে সুলতান মুনসুরের সাফল্য
বিশ্বনাথের ছেলে সুলতান মুনসুরের সাফল্য যুক্তরাজ্যে গোল্ডস্মিথ ইউনিভার্সিটিতে 

যুক্তরাজ্যের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে  (অনার্স) কৃতিত্বপূর্ণ ফলাফল অের্জন করেছে বিশ্বনাথের ছেলে মোহাম্মদ সুলতান মুনসুর মনি। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামদর চক নিবাসী হাজী মুজিবুর রহমান এডভোকেট(MSS.MBA London) ও মোছা: রানা বেগম দম্পতির পুত্র।          .

তার এ কৃতিত্ব পূর্ণ ফলাফল ধরে রেখে আগামীতে যেন বিদেশের মাটিতে থেকে গৌরবের সাথে এলাকা তথা দেশের জন্য আরো সুনাম বয়ে নিয়ে আসতে পারে এ প্রত্যাশায়  এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন তার পরিবারবর্গ।
 . .

ডে-নাইট-নিউজ /  সিলেট থেকে মিজানুর রহমান মিজান

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ