যুক্তরাজ্যের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে (অনার্স) কৃতিত্বপূর্ণ ফলাফল অের্জন করেছে বিশ্বনাথের ছেলে মোহাম্মদ সুলতান মুনসুর মনি। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামদর চক নিবাসী হাজী মুজিবুর রহমান এডভোকেট(MSS.MBA London) ও মোছা: রানা বেগম দম্পতির পুত্র। .
তার এ কৃতিত্ব পূর্ণ ফলাফল ধরে রেখে আগামীতে যেন বিদেশের মাটিতে থেকে গৌরবের সাথে এলাকা তথা দেশের জন্য আরো সুনাম বয়ে নিয়ে আসতে পারে এ প্রত্যাশায় এলাকাবাসীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন তার পরিবারবর্গ।
.
.
ডে-নাইট-নিউজ / সিলেট থেকে মিজানুর রহমান মিজান
আপনার মতামত লিখুন: