বিশ্বনাথ প্রতিনিধি : জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। জ্ঞানী গুণী এমন এক ব্যক্তি যাদেরকে সম্মান করতে হয়। জ্ঞানী গুনীকে সম্মান না করলে গুণী সৃষ্টি হয়না। কুরআন শরিফের ধারক বাহক যারা এবং আহলে কুরআনের অনুসারী তারা সম্মানী। কুরআন শরিফ এমন এক কিতাব যে, কিতাব মুখস্ত করার কিতাব। কুরআন শরিফ এমন এক কিতাব যে, কিতাব অনুয়ায়ী জীবন চালানোর কিতাব। কুরআন শরিফ এমন এক কিতাব যে, কিতাব বুঝিয়া পড়লেও ছোয়াব না বুঝে পড়লেও ছোয়াব। কুরআন শরিফ এমন এক কিতাব যে, কিতাব পড়লেও ছোয়াব পড়াইলেও ছোয়াব। কুরআন শরিফ এমন এক কিতাব যে কিতাব আলিমে পড়লেও ছোয়াব সাধারণ মানুষে পড়লেও ছোয়াব। যার জন্য এই কিতাব থেকে আমরা মাহরুম থাকব না। .
.
.
.
.
.
.
.
কোনো মানুষ যদি কুরআন শরিফ অনুয়ায়ী চলেনা অথবা কুরআন শরিফ অনুয়ায়ী দেশকেও চলায়না তাহলে যালিম ছাড়া কিছুই নয়। যার জন্য কুরআন শরিফ শুধু মুখস্ত করলেও হইবেনা শুধু তিলাওয়াত করলেও হবেনা। কুরআন শরিফ অনুয়ায়ী চলা লাগবে। অন্তরের রোগের ঔষধ হলো তিলাওয়াতে কুরআন। কুরআন শরিফ তিলাওয়াত করতে হবে অন্তরের ব্যাধি দূর করতে হলে।.
.
.
.
.
.
.
বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মাওলানা নাজিম উদ্দিন, টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার পাগড়ী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপরোক্ত কথা গুলো তিনি ব্যক্ত করেন।.
.
.
.
.
.
১৯ অক্টোবর শনিবার দুপুরে টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত সভাটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজি আরশ মিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার সাবেক শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার পূর্ন প্রতিষ্ঠাতা ও দাতা যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান লুতু মিয়া।.
.
.
.
.
.
.
টেংরা জামে মসজিদের ইমাম হাফিজ মোব্বাসির আহমদ বেলালী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, হাফিজ সৈয়দ ওয়াহিদুর রহমান মুন্না, সৈয়দ আব্দুল আহাদ, টেংরা শাহী ঈদগা পরিচালনা কমিটির সদস্য আছকর আলী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আবু সাঈদ।.
.
.
.
.
.
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম নজির মিয়া, মুরব্বী মুনাজ্জির আহমদ, আশরাফ আহমদ আসক আলী, সৈয়দ সেবুল মিয়া, সৈয়দ ছমির আলী, নুরুল হক, ব্যবসায়ি নুনু মিয়া, এটিভি পরিচালক আলী হোসেন মোল্লা, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ রাজু, হাফিজ লাকু মিয়া, ডাঃ আব্দুল কাদির, সিতাব আলী, ফরিদ আহমদ, ইউনূছ আলী প্রমুখ।.
.
.
.
.
.
.
মাদ্রাসার যে তিনজন হাফিজ পাগড়ী পেয়েছেন তারা হলেন, হাফিজ নাদিম হোসেন, টেংরা পিতা - আছকর আলী, হাফিজ সৈয়দ ইয়াছিন আফছার, টেংরা, পিতা - সৈয়দ আব্দুল আহাদ, হাফিজ সুমন আহমদ, পিতা ইলিয়াছ আলী ( সালামপুর) পরিশেষে, মিলাদ ও দোয়ার মাধ্যমে সভাটি সমাপ্ত হয়েছে। সভায় কুরআন তিলাওয়াত করেন, হাফিজ সৈয়দ ইয়াছিন আফছার।jj. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: