
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল রোববার ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে তারা নিহত হয়।.
আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।.
দমকলকর্মীরা এএফপিকে জানিয়েছেন, সাও পাওলো প্রদেশের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর একক ইঞ্জিনের এই বিমানটি দৃশ্যত মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে এবং সকাল সাড়ে ১০টায় ইতাপেভা শহরে বিধ্বস্ত হয়।.
দমকলকর্মীরা ‘বিমানটিতে সাতজন আরোহীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন’ বলেও এক বিবৃতিতে জানিয়েছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: