ব্রাজিলে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটিতে দক্ষিণ আফ্রিকা থেকে আগত এক ব্রাজিলিয়ান দম্পতির শরীরে ওমিক্রন এর উপস্থিতি মিলেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোন দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হলো। .
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে এক দম্পতি ব্রাজিলের সাও পাওলো শহরে যান। বিমানবন্দরে নামার সময় দু'জনের কাছে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ছিল। কিন্তু ব্রাজিল থেকে ফেরার পর দু'জনের আবার করোনা পরীক্ষা করা এ সময় তাদের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়। .
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট নাম রাখা হয়েছে 'ওমিক্রন' বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরনটিকে উদ্বেগজনক বলে ঘোষণা করেছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: