• ঢাকা
  • শুক্রবার, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক জয়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম;
ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক জয়
ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ঐতিহাসিক জয়

সাফল্যের ধারা অব্যাহত রাখলো উত্তর আফ্রিকার দেশ মরক্কো। এবার দলটি ইতিহাস গড়ে হারিয়ে দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ও হেভিওয়েট ব্রাজিলকে। ঘরের মাঠ ইবনে বতুতা স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কানরা ২-১ গোলে জয় তুলে নিয়েছে। ব্রাজিলের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।  .

নতুন চেহারার ব্রাজিল দলটি আদতে স্বাগতিকদের সেভাবে পরীক্ষার মুখেই ফেলতে পারেনি। উল্টো আক্রমণের পসরা সাজিয়ে বসা মরক্কো এগিয়ে যায় প্রথমার্ধে। গোছানো আক্রমণ থেকে ২৯তম মিনিটে দুর্দান্ত এক গোল আদায় করে নেন স্ট্রাইকার সোফিয়ানে বোফাল। কিন্তু মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনোর ভুল কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৬৭তম মিনিটে করেন গোলটি।  .

কিন্তু ৭৯তম মিনিটে ব্রাজিলের চূড়ান্ত সর্বনাশ হয় ডিফেন্সের ভুলেই। বক্সে আলগা বল পেয়ে তা দারুণভাবে কাজে লাগান মরক্কান মিডফিল্ডার আবদেলহামিদ সাবিরি। শেষ পর্যন্ত যা জয়সূচক গোলে পরিণত হয়। .

কাতার বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামা ব্রাজিল দলে ছিলেন না মূল তারকাদের কয়েকজন। ইনজুরির কারণে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র যে খেলবেন না, তা আগেই নিশ্চিত ছিল। তার অবর্তমানে জুটি বাঁধেন ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। এছাড়া অভিষেক হয়েছে তরুণ স্ট্রাইকার রনির। তবে সেভাবে নজর কাড়তে পারেননি কেউই। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।. .

ডে-নাইট-নিউজ / মো: রাফিজ হাছান

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ