• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৬ এএম;
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন। তিনি (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ৯২৫৫২ টি। বিজয়নগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান হয়েছেন মোঃ আল জাবের। (আনারস) প্রতীক নিয়ে জাবের পেয়েছেন ৪৫ হাজার ১৩৪ ভোট। এছাড়া নবীনগর উপজেলা থেকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ। (আনারস) প্রতীকে তিনি পেয়েছেন ৫৮ হাজার ৫২ ভোট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের ১৩২ টি কেন্দ্রে মোট ফলাফল।.

 .

 .

 .

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোট ভোটার সংখ্যা  ৪১৯৫৪১টি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন মোঃ শাহাদৎ হোসেন = ৯২৫৫২ ভোট মোঃ হেলাল উদ্দিন = ১৮৪১৪ ভোট আব্দুল কারিম = ২৮২ ভোট  কাজী সেলিম রেজা = ২৭২৮ ভোট মোঃ শাহাদৎ হোসেন = ৯২৫৫২ ভোট মোহাম্মদ লোকমান হোসেন = ১৯৬ ভোট, এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন তফাজ্জল শিকদার = ৫৫১৫ ভোট আজহারুল ইসলাম = ৫৭৯০ ভোট  আনিছ খান = ১৫২১৬ ভোট ইলিয়াছ চৌধুরী = ২০৪৩৩ ভোট মোস্তাক আহমেদ খোকন = ৬৬৮২ ভোট রবিউল আলম = ৩৬২৯৮ ভোট শফিকুল ইসলাম = ১৯৮১৭ ভোট। সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জন আফরিন ফাতেমা জুই = ১৯১৪০ ভোট উম্মে হানি সেতু = ২৭৯২৬ ভোট নাসিমা আক্তার = ১০৫৬৯ ভোট শামিমা আক্তার = ৩৩৩২৬ ভোট আগামী কাল ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে চূড়ান্ত স্বাক্ষরিত ফলাফল দিবে।.

 . .

ডে-নাইট-নিউজ / Roman Khan

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ