• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রুনাইয়ের সুলতানকে উপহার হিসেবে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৪৯ পিএম;
ব্রুনাইয়ের সুলতানকে উপহার হিসেবে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
ব্রুনাইয়ের সুলতানকে উপহার হিসেবে ছাগল দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে উপহার হিসেবে ছাগল দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। .

তিনি বলেন, ছাগল ব্রুনাই সুলতানের খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু ছাগল দিয়ে দিবো। আসার পর থেকেই আমরা উনাদের ছাগলের কাচ্ছি খাওয়াচ্ছি। এটি উনারা খুব পছন্দ করেন।.

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এর আগে ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।.

আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ