• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২০ এএম;
ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬
ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে নিহত ১৬

ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।.

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ভোরের দিকে নির্মাণকাজ চালানোর সময় মহারাষ্ট্রের থানের শাহাপুরে এ দুর্ঘটনা ঘটে।.

প্রতিবেদনে বলা হয়েছে, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিয়োজিত একদল শ্রমিকের ওপর গার্ডার লঞ্চিং মেশিনটি ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।.

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।.

এক টুইটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, মহারাষ্ট্রের শাহাপুরের মর্মান্তিক দুর্ঘটনায় আমি (মোদি) ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে। এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।.

এতে বলা হয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার রুপি।. .

ডে-নাইট-নিউজ /

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ