দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সঙ্গে ছিলেন তার ছেলে অয়ন ওসমান। মনোনয়নপএ জমা দেওয়ার মূহুর্তে বিজয় চিহ্ন দেখিয়ে বাবা-ছেলের হাসি উজ্জল মুখ লক্ষণীয় ছিল।.
একেএম শামীম ওসমান মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপ-কালে ভবিষ্যতে তিনি তার আসনের জনগণের উন্নয়নের লক্ষ্যের কথা বলতে গিয়ে বলেন, আল্লাহ্ অশেষ রহমতে দেশ রত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এবং আমি নির্বাচনে জয় লাভ করলে নারায়ণগঞ্জের জন্য এমন কিছু ভালো কাজ করে দিয়ে যাবে ইনসাআল্লাহ্। যখন আমি থাকবো না, তখন দল-মত নির্বিশেষে সবাই যেন সেই ভালো কাজের জন্য দু-হাত তুলে আমার জন্য দোয়া করে। .
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে নারায়ণগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করতে বুধবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী সহ মোট ৭ জন। বুধবার সন্ধ্যায় (২৯নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক। .
প্রসঙ্গত, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশন আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি রোববার।
সূত্র মতে, নারায়ণগঞ্জ বর্তমানে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৬৯১ জন। গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৯ জন। নারায়ণগঞ্জ পাঁচটি আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৮২ টি, ভোট কক্ষ ৪ হাজার ৯৮৩ টি।.
.
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন, বিশেষ প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: