• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম;
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

গণভবনে অনুষ্ঠিত মন্ত্রী-উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গণভবনে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। .

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে  সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজিব  এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। .

তিনি বলেন, আজকে সখীপুরের কালিয়া ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী দলীয় একটি মতবিনিময় সভা ছিল। এ সভায় বঙ্গবীর থাকার কথা ছিল। কিন্তু তিনি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ঢাকায় চলে যাওয়ায় এতে উপস্থিত থাকতে পারেননি। .

সানোয়ার হোসেন সজিব আরো জানান, বুধবার রাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে গণভবনে আয়োজিত আজকের শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। .

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮(সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন দলটির প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয়। .

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ নির্বাচনে ২৮ হাজার ৯০০ ভোটের ব্যবধানে পরাজিত হন। এ আসনে মোট ১২৭টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে পান ৯৬ হাজার ৪০১ ভোট। আর বঙ্গবীর কাদের সিদ্দিকী গামছা প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট।. .

ডে-নাইট-নিউজ / সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি :

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ