শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর উদ্যোগে শেখ রাসেল বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। .
গত শুক্রবার বিকেলে উপজেলা রুদ্রানীস্থ মিনি স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।.
এতে পরিচালক তরিকুজ্জামান শুভর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক সচিব ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সহ সভাপকি আবুল কাশেম, উপদেষ্টা শিল্পপতি রাজু কুমার গুপ্ত, দফতর সম্পাদক এনমুল হুদা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, দিনাজপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম বাবু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, এলুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ প্রমুখ।.
খেলায় ৪-০ গোলে নাটোর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমী। খেলার মাঠে ব্যাপক উৎসুক ক্রীড়ামনা ও ক্রীড়া পিপাসু মানুষের ঢল নামে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপনার মতামত লিখুন: