• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাত্র ৪৫ মিনিটের আলোচনা তারপরই পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেমিডেন্ট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৬:১৬ পিএম;
মাত্র ৪৫ মিনিটের আলোচনা তারপরই পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেমিডেন্ট
মাত্র ৪৫ মিনিটের আলোচনা তারপরই পদত্যাগ করলেন

কাবুলে হামলা হবেনা এই শর্তে আফগান প্রেসিডেন্ট তালেবানদের সাথে সমঝোতা করে ক্ষমতা হস্তাস্তর করেন। মাত্র ৪৫ মিনিটের আলোচনা, তারপরই পদত্যাগ করলেন আফগানিস্তানের প্রেমিডেন্ট  আশরাফ গনি। আর এর মধ্য দিয়ে দুই দশকের পর আফগানিস্তানে আবার তালেবান শাসন কায়েম হলো।.

কাবুলে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট বাসভবনে তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাঝোতার জন্য গেলে কোন রক্তপাত হবে না এই শর্তে দুই পক্ষ রাজি হলে  আফগান প্রেসিডেন্ট এর সাথে তালেবানদের সমঝোতা হয়।.

তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিদেশিরা চাইলে  কাবুল ছেড়ে চলে যেতে পারেন এতে কোন বাধার সম্মুখীন হতে হবে না কিন্তু আগামী দিনে কাবুল থাকতে হলে তালেবান প্রসাশনের কাছে  নথিপত্র জমা দিয়ে থাকতে হবে।.

তালেবানদের প্রধান মোল্লা আবদুল গনি বরাদর আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলে জানা যায়।.

 .

সূত্র - আনন্দবাজার ও আল জাজিরা।.

 . .

ডে-নাইট-নিউজ / ডে-নাইট নিউজ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ