
যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী তুষার ঝড় আঘাত হেনেছে। তুষার ঝড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৫ জন। নিহতের মধ্যে ২৫ জনই নিউ ইয়র্কের বাসিন্দা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।.
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম নিউ ইয়র্কের বাফেলো শহর। বিদ্যুৎ সংযোগসহ সেখানের জরুরি পরিসেবাগুলো বন্ধ রয়েছে। সবমিলিয়ে বড়দিনের ছুটিতে উৎসবের বদলে স্থবির হয়ে গেছে আমেরিকার জনজীবন। বৈরি আবহাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছেন না কেউ।.
আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, বড়দিনে ৫৫ মিলিয়নের বেশি আমেরিকান শীতল বায়ু সতর্কতার অধীনে দিন কাটিয়েছে। এবারের ঝড় বাফেলোর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক ও ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন হিসেবে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: