• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যুবদলের সাবেক সভাপতি নিরব ৩ দিনের রিমান্ডে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৫ পিএম;
যুবদলের সাবেক সভাপতি নিরব ৩ দিনের রিমান্ডে
যুবদলের সাবেক সভাপতি নিরব ৩ দিনের রিমান্ডে

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।.

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুর রহমান আজ রবিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।.

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, গতকাল বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে সাইফুল আলম ও তার সমর্থকরা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনে পুলিশের ওপর ইটপাটকেল দিয়ে হামলা চালায় এবং দেশীয় বোমা নিক্ষেপ করে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।.

আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল এবং জামিন আবেদন করেন। আবেদনে আরও বলা হয়, ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে।.

উল্লেখ্য, গতকাল শনিবার (৪ মার্চ) বিকালে পদযাত্রা কর্মসূচির আগে এফডিসির সামনে থেকে নিরবকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাইফুল আলম নিরবসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।.

.

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ