
নিজের ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি।.
এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গণের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।.
তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী বললেন, ‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’.
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’.
অবিশ্বাস্য খেলে বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করা মরক্কোকেও তিনি অভিনন্দন জানান। বলেন, ‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’.
ডে-নাইট-নিউজ / রাফিজ হাছান
আপনার মতামত লিখুন: