জাতীয় গ্রিডে বিপর্যয়ের ৪ ঘণ্টা পর রাজধানীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের এমডি কাওসার আমির আলী।.
তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারব।.
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুপুর ২টার সময় জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে মানুষ। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: