• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৩ পিএম;
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণ, ৪ জনের মৃত্যু

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত শতাধিক লোক। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।.

আজ মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। .

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি জানান, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ৫টি ইউনিট সেখানে কাজ করছে।.

স্থানীয় এক বাসিন্দা বলেন, সাধনা ঔষধালয়ের পাশের ভবনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন।.

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার উপরের কয়েক তলায় ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ৪ জন নিহত হয়েছেন।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ