ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।.
গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এতে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।.
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রপ্তানি ফের শুরু করতে না পারে, তা হলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, আর সেই দুর্ভিক্ষ চলবে টানা বছর চলবে।.
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: