পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে আবাসিক ভবনে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।.
দোনেৎস্কের পোকরভস্ক শহরে এই হামলা চালানো হয়। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।.
ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, হামলায় দুটি উঁচু আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। .
দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর জানান, হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন বেসামরিক নাগরিক, দুজন উদ্ধারকর্মী ও একজন সেনা সদস্য রয়েছেন। এ হামলায় একটি হোটেল, আবাসিক ভবন ও অন্যান্য বেসামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।.
তিনি আরও বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান। এছাড়া আহতদের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার দশ সদস্য রয়েছেন। বাকিরা বেসামরিক নাগরিক।.
ডে-নাইট-নিউজ / ডে নাইট ডেস্ক:
আপনার মতামত লিখুন: