
আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুর-২ রায়পুর (সদর আংশিক) আসনে নৌকা সমর্থকদের বিরুদ্ধে ঈগল প্রতিকের প্রচারনা ও গনসংযোগে বাঁধা দেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। ২৯ডিসেম্ভর শুক্রবার বিকালে রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম প্রচারনা করার সময় এঘটনা ঘটে।.
জানাযায়, সেলিনা ইসলাম প্রশাসনের অনুমতি নিয়ে মীরগঞ্জ বাজারে কর্মী-সমর্থকদের সাথে করে নির্বাচনি প্রচারনা করতে যান। বাজারের দক্ষিণ পাশ থেকে প্রচারনা শুরু করেন তিনি। এসময় বাজারের মাঝখানে অবস্থান নেয় নৌকা মার্কার কর্মীরা। ঈগল প্রতিকের প্রার্থী সেলিনা ইসলাম বাজারের মাঝখানে আসলে নৌকা মার্কার সমর্থকেরা মিছিলে ডুকে নৌকা মার্কার স্লোগান দিতে থাকে। এমন পরিস্থিতি দেখে সেলিনা ইসলাম তার লোকজন নিয়ে বাজারের পাশে চলে যান। কিন্তু নৌকা মার্কার সমর্থকরা মিছিলসহ কয়েকবার বাজার প্রদক্ষিন করেন। এঘটনার কিছুক্ষন পরে সেখানে পুলিশসহ একটি মোবাইল কোর্ট টিম আসে। তাদের সহযোগীতায় সেলিনা ইসলাম প্রচারনা করতে গেলে সেখানে আবারও নৌকার সমর্থকরা হট্রগোল করে। এতে করে বাজারে আসা সাধারন মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।.
স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, আমি প্রশাসনের অনুমতি নিয়ে আজকে এখানে আমার ঈগল প্রতিকের প্রচারনা করতে আসি। হঠাৎ ছাত্রলীগের কিছু ছেলে এসে আমার মিছিলে ডুকে নৌকার স্লোগান দিতে থাকে। আমার সমর্থকদের সাথে খারাপ আচরন করে। তারা আমাকে প্রচারনা করতে দেয়নি। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। দেখি তারা কি ব্যবস্থা নেন।
এবিষয়ে ঘটনাস্থলে আসা উপজেলর সহকারী কমিশনা (ভূমি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর কিছু হয়নি। তবে অপ্রিতিকর কিছু হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: