আ'লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত লিভার ক্যানসারে আক্রান্ত। প্রায় দেড় বছর আগে মরণব্যাধি ক্যানসার সম্পর্কে জানতে পারেন তিনি। পারিবারিকভাবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছে।.
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ও চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব গতকাল বুধবার গণমাধ্যমকে বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লিভারের ক্যানসার বর্তমানে যে অবস্থায় আছে, সে অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন রোগীর প্রবল ইচ্ছে।.
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন বলেন, দেড় বছর আগে লিভার ক্যানসারের কথা জানতে পারেন তারা। ইচ্ছে ছিল লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা করানোর। কিন্তু তা আর হয়ে উঠেনি।.
এ বিষয়ে তার আরেক ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তিনি এখন খুব ভালো আছেন। তার মেজর কোনো অসুখ নেই। আগে যেসব অসুখ ছিল সেগুলো কোনোটাই নেই। ডায়াবেটিস, প্রেসার কিছুই নেই। তবে তিনি অত্যন্ত দুর্বল। অনেক দিন ধরে খাওয়া-দাওয়া করেন না। ফলে তার ওজন খুবই কমে গেছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: