সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।.
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ এবং বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে রাস্তায় যানজট তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অবস্থান নেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা অবরোধ চালাতে থাকেন। পরে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এরপর আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে স্লোগান দিতে দেখা গেছে।.
শুক্রবার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ শুক্রবার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে সড়ক অবরোধছবি : কালবেলা.
এ বিষয়ে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে আটজনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তবে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে। তানজিদকে না ছাড়া পর্যন্ত আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’.
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার রিপোটার, শান্ত কবির কে বলেন, আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। এতে জনগণের ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। প্রথমে তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে। এরপরও তারা সেখানেই অবস্থান করছিলেন। তখন পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।.
ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার, কবির হোসেন (শান্ত )
আপনার মতামত লিখুন: