শুভ জন্মদিন বঙ্গকন্যা শেখ রেহানা আপা।.
কেমন ছিলো সেদিন দু'বোন.
*** বেবী বড়ুয়া ***.
কেমন ছিলো সেদিন দু'বোন.
বঙ্গ কন্যা শেখ হাসিনা ও রেহানা.
আমরা কি তা জানি ?.
শুনলো যখন বাবা মায়ের লাশের খবর.
ভাইগুলোও আর নেই বেঁচে.
ছোট্ট রাসেল করলো চিৎকার.
সবাই তো তা জানে।.
বাবা হারা, মা হারা, অসহায় দু 'বোন.
এদিক ছুটে ওদিক ছুটে,পায়নিকো দিশা.
বুকের কষ্ট চাপা রেখে ছুটে ছুটে যায়.
যেমনি করে হোক না কেন যাবো নীড়ে।.
শত চেষ্টা বৃথা গেলো হাজারো বাঁধায়.
দু'বোন যেন হলো পাগল,.
দেশে ফিরার আশায়।.
অশ্রু জলে সিক্ত দু'বোন মনের কষ্ট মনে.
স্মৃতিগুলো আঁকড়ে ধরে দু'বোন শুধু কাঁদে.
ভাবছে তারা বাবা মাকে শেষ দেখাটাও.
দেখবো না তো আর।.
দু'বোন করে ছটফট ভাবে শুধু.
বাবা,মা,ভাইয়ের কথা.
সাত সাগর তের নদী পার হয়ে.
আসবে কেমন করে?.
ভাবে আর কাঁদে, শুধু দু'জন.
মনের কষ্ট চেপে বলেন.
হাসু বুবু, কাঁদিসনে বোন,.
একদিন আমরা যাবো স্বদেশ ফিরে।.
করবো আমরা বোন মিলে.
বাবার স্বপ্ন পূরণ,.
জনগনের ভালোবাসায় হবো আমরা জয়ী।.
হাসবে বাবা উপর থেকে দেখে মানচিত্র।.
ডে-নাইট-নিউজ / বেবী বড়ুয়া
আপনার মতামত লিখুন: