ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানিয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।.
আজ সোমবার রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে নির্বাচন পরিস্থিতি নিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।.
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের ফলাফল মেনে নেবো কি না, সেটা পরের বিষয়। তবে আমরা ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো। আমরা দেখতে চাই, তারা আমাদের ওপর কতটা অত্যাচার করতে পারে, কতবার আমাদের এজেন্টদের বের করে দেয়, কতটা জোর করে ব্যালট পেপারে সিল মারে। এটি জনগণ দেখবে। আমাদের ওপর কতটা অন্যায়-অত্যাচার করা হয়, সেটি দেখার জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো।.
অভিযোগ করে হিরো আলম বলেন, মোট ১২টি কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। যেহেতু এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, সেহেতু আওয়ামী লীগ এক তরফা নির্বাচনের চিন্তা করেছে।.
নির্বাচন কমিশনের ওপর কতটুকু আস্থা আছে জানতে চাইলে তিনি বলেন, এমন হলে তো আস্থা থাকবে না। এজেন্টই কেন্দ্রে ঢুকতে পারছে না, তাহলে ভোটাররা কীভাবে আসবে। আমার সব কেন্দ্রে এজেন্ট আছে। মোট ৬০০ জন এজেন্ট দেওয়া হয়েছে।.
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন আমার কর্মীদের ওপর হামলা করেছে। আমরা আশঙ্কা করছি কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সেগুলো হচ্ছে- বালুঘাট কেন্দ্র, ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রিন হ্যাভেন স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট, গুলশান মডেল স্কুল, বনানী মডেল স্কুল, জামিয়া মাদরাসা।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: