সঙ্গের সঙ্গীনী মিজানুর রহমান মিজান.
ঈদুল আজহা, আনন্দ যাহা সবই থাকে কুরবানী।। পশু কুরবানী নহে, দৃশ্যত মন রহে হিংসা, নিন্দাহীন আমল জানি।। অহংকারে পতন, জানে সর্বজন মানে কজন সাধু জ্ঞানী।। কুরবানী দাও পশুত্ব,সোজা রাখ চিত্ত এটাই মুল তত্ত্ব,তাইতো জানি মানি।। নিখাদ প্রেমের প্রেমিক, শুদ্ধ চিত্তের ভাবিক তাইতো সঠিক, রুহের তাজা খানি।। মানুষ আর মানবতা, তা রহে যথা এটাইতো কথা সঙ্গের সঙ্গীনী।। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: