.
বিশেষ প্রতিনিধি :
সূর্য আহমেদ মিঠুন -
সিদ্দিরগঞ্জ ( নারায়ণগঞ্জ ).
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ নং ওয়ার্ডে অবস্থিত ২ নং ঢাকেশ্বরী বাস স্ট্যান্ডে (রবিবার ১২ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৬ টায় রোডের পাশে পাকিং অবস্থায় নাফ পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।.
স্থানীয় সূত্রে জানা যায়, নাফ পরিবহন টি মূলত চিটাগাং রোড টু সোনারগাঁও মোগড়াপাড়া রোডে চলাচল করতো। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায় সারাদিন গাড়িটি চলাচল করে সন্ধ্যার পর মালিক কে হিসাব-নিকাশ বুঝিয়ে ড্রাইভার গাড়িটি রেখে বাড়িতে খাবার খেতে যায়। এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আশে-পাশের মানুষজন গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় এবং সাথে সাথে ফায়ার সার্ভিস কে খবর দেয়। এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ আহত হয়নি। গাড়ির নম্বর -১১-০০০৭
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরু উদ্দিন আহাম্মদ এর সাথে অনলাইন ডে-নাইট-নিউজ এর কথা হলে, তিনি বলেন সন্ধ্যার ৬ঃ৩৭ মিনিটে গাড়িটিতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে তারা দুটি ইউনিটে কাজ করে এবং প্রায় আধা ঘন্টার মধ্যে তারা আগুন নিভাতে সক্ষম হয়।.
এ বিষয়ে সিদ্দিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গনমাধ্যম কে জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: