• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সীমান্তে চোরাকারবারিদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৪ এএম;
সীমান্তে চোরাকারবারিদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত
সীমান্তে চোরাকারবারিদের গুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহত

বান্দরবানের তুমব্রু সীমান্তে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে বিমানবাহিনীর কর্মকর্তা (ডিজিএফআই) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে এই ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন র‍্যাবের একজন সদস্য।.

গতকাল সোমবার দিবাগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।.

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাকারবারিদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।.

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আরও জানায়, সংঘর্ষ চলাকালে মাদক চোরাকারবারিদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হয়েছেন। এসময় আহত হন র‌্যাবের একজন সদস্য।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ