ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না।.
আজ বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের কাছে তিনি এমন মন্তব্য করেন।.
হিরো আলম বলেন, সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেই বিশ্বাস থেকে প্রার্থী হয়েছি। তবে বরিশাল সিটির মতো নির্বাচন হলে জিততে পারব না।.
হিরো আলমের পেছনে বিএনপি বা অন্য দল আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রথম থেকেই একাই লড়াই-সংগ্রাম করতেছি। আমার পেছনে কেউ নেই। ভবিষ্যতে যদি দলে যোগ দিই, তাহলে বুঝবেন আমার পেছনে কেউ আছে। .
তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: