দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নৌবাহিনীর সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। .
প্রধানমন্ত্রী বলেন, সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলীয়ান হয়ে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে।.
আজ সোমবার বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৯ আলফা ও ডিইও ২০২১ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।.
চট্রগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।.
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ তোমাদের কুচকাওয়াজ উপভোগ করতে পেরে আমি অত্যন্ত মুগ্ধ। কোভিড পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ নেভাল একাডেমিতে চলমান প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তোমরা তোমাদের অদম্য আগ্রহ ও সাহসী মানসিকতার পরিচয় দিয়েছ। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: