• ঢাকা
  • শনিবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বামী জয়নালের হাতে আরেফা নামের অন্তসত্তা গৃহবধূর পেঠের শিশুসহ খুন।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ৩১ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম;
স্বামী জয়নালের হাতে আরেফা নামের অন্তসত্তা গৃহবধূর পেঠের শিশুসহ খুন।
স্বামী জয়নালের হাতে আরেফা নামের অন্তসত্তা গৃহবধূর পেঠের শিশুসহ খুন।

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম নামক স্থানে ৩০ শে জুলাই এই ঘটনাটি ঘটে, নির্যাতনকারী স্বামী জয়নাল আবেদীন পিতা, রকিম আলী ছেলে বলে জানা গেছে,নরপশু স্বামীর নির্যাতনে শিকার হয়েছেন আরেফা আক্তার তিনি ৯,মাসের অন্তসত্তা বলে জানা যায়। প্রতিবেশীরা বলেন গত রাতে অনেক মারধোর করে আহত করেন স্বামী জয়নাল আবেদীন।.

এমন অবস্থায় অন্তসত্তা গৃহবধূর একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে রামু সুর্যের হাসি ক্লিনিকে ভর্তি করে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসাক পেঠে বাচ্চা মারা যাওয়ার কথা ঘোষণা করেন এবং আরেফা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। .

পরে চিকিৎসাধীণ অবস্হায় অন্তসত্তা আরেফা আক্তারের মৃত্যু বরণ করেন। লাকাবাসীর সুত্রে জানা যায় পরিবারের কলহের জের ধরে গতকাল রাতে নিহত আরেফা আক্তারের স্বামী জয়নাল আবেদীন অন্তসত্তা গৃহবধূ আরেফা আক্তারকে শারিরীক নির্যাতন ও মারধর করেন।আরেফা আক্তারের মৃত্যুর পর পর পুৃলিশের হাতে স্বামী জয়নাল আবেদীন আটক হয়ছে বলে খবর পাওয়া গেছে।এই রকম মর্মান্তিক ঘটনার এলাকাবাসী খুনির দৃষ্টান্তমূলক শাস্তির অনুরোধ জানিয়েছেন।. .

ডে-নাইট-নিউজ / কায়সার কক্সবাজার প্রতিনিধি।

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ