হজে যাওয়ার ক্ষেত্রে ইতোপূর্বে বয়সের যে সীমা (৬৫ বছর) নির্ধারণ করে দিয়েছিল সৌদি সরকার, চলতি বছর থেকে তা তুলে নিয়েছে তারা। সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি-২০২৩ অনুযায়ী চলতি বছর থেকে এ নিয়ম কার্যকর হবে।.
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর রমনায় ধর্ম প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২৩ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান গণমাধ্যমকে এ তথ্য জানান।.
তিনি বলেন, এতোদিন হজে যাওয়ার জন্য বয়সসীমা নির্দিষ্ট ছিল, সৌদি সরকার এখন সেটি তুলে দিয়েছে। করোনার কারনে গত দু'বছর বাংলাদেশ থেকে মানুষ হজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সৌদি-বাংলাদেশ হজচুক্তি-২০২৩ অনুযায়ী করোনা উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক মানুষ হজে যেতে পারবেন।.
তিনি আরও বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ্ব, ১৪৪৪ হিজরি অর্থাৎ ২৮ জুন, ২০২৩ তারিখ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ২০২৩ খ্রি. ১৪৪৪ হিজরি সালে বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার যাবতীয় ব্যবস্থা নিতে সৌদি আরব-বাংলাদেশ হজচুক্তি- ২০২৩ সফলভাবে হয়েছে।.
ধর্মপ্রতিমন্ত্রী জানান, এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যেতে পরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স উভয়ে ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: