আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের ভোটার হলেন স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা।.
দেশের ৬১টি জেলার মত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ২ জন তারা হলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। উক্ত নির্বাচনে শফিকুল আলম পেয়েছেন মটর সাইকেল ও আল -মামুন সরকার পেয়েছেন আনারস প্রতীক।.
দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল আলম প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন।.
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় ১০০টি ইউনিয়ন, ৯টি উপজেলা ও ৫টি পৌরসভায় জনপ্রতিনিধির সংখ্যা ১ হাজার ৩৯৬ জন।. .
ডে-নাইট-নিউজ / রুমান খান, ব্রহ্মানবাড়িয়া প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: