বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ২০ মাস পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম শারীরিক উপস্থিতিতে শুরু হয়েছে। আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।.
গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আপিল ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ ১ ডিসেম্বর থেকে শুরু করা হবে।.
উল্লেখ্য, গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। সেই অনুসারে আদালতেরও সাধারণ ছুটির আওতায় আনা হয়। তার আগে সর্বশেষ ১২ মার্চ আপিল বিভাগ বসেছিল।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: