• ঢাকা
  • শুক্রবার, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৩ ফরম্যাটেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম;
৩ ফরম্যাটেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহে
৩ ফরম্যাটেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

ফের তিন ফরম্যাটেই হেড কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে।.

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিজ বাসভবনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।.

পরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা জানায়, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিতে আসছেন হাথুরাসিংহে। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল অবধি জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি।  .

হাথুরুর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি। বিসিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহে  জানিয়েছেন, বাংলাদেশে ফিরতে পারা তার জন্য সম্মানের।  
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে হাথুরুসিংহে অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য বাড়তি পাওয়া। এটা ক্রিকেটারদেরও লাভবান করবে। সে প্রমাণিত টেকটিশিয়ান, আমরা তার প্রথম মেয়াদে দলে ইম্প্যাক্ট দেখেছি। ’.

হাথুরুসিংহের অধীনে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। এছাড়া ২০১৫ সালে খেলে বিশ্বকাপের কোয়াটার ফাইনাল, দুই বছর পর উঠে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। এছাড়া প্রথমবারের মতো টেস্ট হারায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে।.

.

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ