সাফের সেমিফাইনালে খেলতে পারলে ৫০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আজ রবিবার সেই প্রতিশ্রুত বোনাসের অর্থ খেলোয়াড়দের হাতে তুলে দিয়েছেন তিনি।.
তবে আসরে ভালো পারফরম্যান্সের কারণে ৩ ফুটবলারকে বাড়তি বোনাস দিয়েছেন তিনি।.
ফেডারেশনের পক্ষ থেকে সব খেলোয়াড়দের দেওয়া হয়েছে দেড় লাখ টাকা। সাফে সেরা গোলরক্ষক হয়েছেন আনিসুর রহমান জিকো এবং দুর্দান্ত পারফরম্যান্স করেন তরুণ ফুটবলার শেখ মোরসালিন। তাদেরকে অতিরিক্ত এক লাখ টাকা বোনাস দিয়েছেন কাজী সালাউদ্দিন। এছাড়া বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ টাকা বাড়তি পুরস্কার দেয়া হয়েছে।.
সালাউদ্দিন জানিয়েছেন, দলের খেলোয়াড়দের আরও বেশি পুরস্কার দেওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে তেমনটি করতে পারেননি।.
তিনি বলেন, ‘আমার তেমন সামর্থ্য নেই। তাই খুব সামান্য অর্থ দিচ্ছি। তোমরা অবশ্যই এর চেয়ে বেশি ডিজার্ভ করো। আমার সামর্থ্য থাকলে অবশ্যই বেশি দিতাম।’.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: