
ইতালির কুখ্যাত সিসিলিয়ান মাফিয়াপ্রধান মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেফতার করেছে পুলিশ।.
৬০ বছর বয়সি ডেনারো ১৯৯৩ সাল থেকে দীর্ঘ ৩০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো।.
সিসিলিয়ান শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্দ্রেয়া বোনাফেড ছদ্মনামে প্রায় এক বছর ধরে সেখানে মাঝে মধ্যে চিকিৎসা গ্রহণ করতেন ভয়ঙ্কর এ খুনি।.
স্থানীয় সময় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্লিনিক থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিসিলিয়ান রাজধানীর লরেঞ্জো ব্যারাকে স্থানান্তর করা হয়।.
ডেনারোকে একসময় সিসিলিয়ান মাফিয়াপ্রধানদের প্রধান হওয়ার মতো ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। ২০১৬ সালে বার্নার্ডো প্রোভেঞ্জানো এবং ২০১৭ সালে সালভাতোরে রিনার মৃত্যুর পর তাকে শীর্ষ মাফিয়ার প্রধানের পদের প্রার্থী মনে করা হতো।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: