জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিশ্বের ৩০০ কোটি মানুষের স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করার সামর্থ্য নেই। আজ রবিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ জানান।.
তিনি বলেন, খাদ্য নিরাপত্তার জন্য এক কঠিন সময়ে এবারের বিশ্ব খাদ্য দিবস পালিত হচ্ছে। গত ৩ বছরের তুলনায় এবারের ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ।.
মহাসচিব বলেন, বিশ্বে প্রায় ১০ লাখ মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে দিনযাপন করছে, যেখানে অনাহার এবং মৃত্যু প্রতিদিনকার বাস্তবতায় পরিণত হয়েছে। করোনা মহামারি, জলবায়ু সংকট, পরিবেশ বিপর্যয়, সংঘাতে মানুষগুলো আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।.
তিনি আরও বলেন, এ বছর বিশ্বে সবার জন্য পর্যাপ্ত খাদ্য রয়েছে। কিন্তু আগামী বছরের জন্য পর্যাপ্ত খাদ্য উৎপাদনে কৃষকের জরুরিভিত্তিতে সুলভ মূল্যে সার দরকার।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: